"অনির্বাণ আরও কটাদিন"

অনির্বাণ, তুমি চাইলে আরও কটা দিন আমাকে দিতে পারতে।
তুমি চাওনি না?  আমি কিন্তু চেয়েছিলাম।
অনেকটাদিন, অনেকটারাত বুকে আগলে রেখে দিতে।
কিন্তু পারিনি, সময়টুকুই দাওনি। কেন করলে এরকম?
অনির্বাণ, মনে আছে আমাদের প্রথম দেখা ?
আমার কাছে সেই মুহূর্তটা সম্মোহনের আলিঙ্গনের মতো ছিল।
তোমার এক চিলতে হাসিটা আমাকে এক অচেনা সুখ দিয়েছিল।
আমি কিন্তু ভুলিনি, ভুলবও না! এসব যে আমার বাঁচার সম্বল।
অনির্বাণ, তারপর এলোমেলো প্রেম, স্মৃতিগুলো এখনও তাজা।
আমি কখনও তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবিনি।
কচি মেয়ে ছিলাম, ভুলও অনেক করেছি।
নিজের থেকে বেশি ভালোবেসে ফেলা এটাই আমার ভুল?
অনির্বাণ, সবকিছু ঠিক ই ছিল। তাহলে কেন?
হঠাৎ না বলে আমেরিকা চলে গেলে!
আমার ভীষণ অভিমান হয়েছিল, একটুও ভাবনি না?
আমার প্রিয় মুহূর্তগুলো ফিরে পেতে বার বার কেঁদেছি।
কোনো সাড়া পাইনি, আমি চুরমার হয়ে ভেঙেছি বারবার।
অনির্বাণ, আমাকে বুঝতেই দাওনি ক্যান্সার হয়েছে তোমার।
আমার খুশির জন্য দূরে ঠেলে দিয়েছিলে?
তুমি জানতে না আমার সবটুকু তুমিই ছিলে।
আমার উপর দয়া করেছ ? না, মোটেই না। অত্যাচার বটে।
অনির্বাণ! পাঁচটা বছর দূরে না থাকলেই পারতে।
আমি নাহয় আরও কটা দিন পেতাম স্মৃতির বুকে ঘর করার।
তুমি জানতে সময় বেশি নেই, তাই দেশে ফিরলে?
সবকিছু জেনেছিলাম, ভেবেছিলাম যুদ্ধ করবো তোমার সাথে।
অনির্বাণ, হসপিটালে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল তোমাকে।
আমি সহ্য করতে পারছিলাম না, শক্তিটুকুই ছিলোনা।
আমাকে ফাঁকি দিতে একটুও দ্বিধাবোধ করোনি?
আমার সব প্রশ্ন বাকি রয়ে গেলো যে।
অনির্বাণ, তোমার মুখে পুরোনো হাসিটা চাইছিলাম, পাইনি।
তোমার বুকে মুখ চেপে কাঁদতে চেয়েছিলাম, দাওনি।
এতো নিষ্ঠুর তুমি? আমি এরকম প্রেম চাইনি।
আমি তোমাকে চেয়েছিলাম, শুধু তোমাকে।
অনির্বাণ, আমার আরও কটাদিন পাওনা ছিল।
অনির্বাণ, আমাকে আরও কটাদিন দিতে পারতে।
যুদ্ধটা তোমার সাথে না করে, পাশে থেকে করা যেতো।
ফাঁকিটা বেশ ভালোই দিয়েছ, অনির্বাণ।

Comments

Popular posts from this blog

Why "NETFLIX" is the ultimate content marketer?

"বসন্ত"

Back In Motion: Setting example as the best contriver of communication strategy in corporate world