Posts

Showing posts from March, 2020

Back In Motion: Setting example as the best contriver of communication strategy in corporate world

Image
Back in Motion is the British Columbia leader in rehabilitation, disability prevention and employment solutions. Since 1993, BIM has provided quality innovative solutions to workers, employers and job seekers, as well as to program funders. They have now grown to over 200 employees and contractors, and presently deliver rehabilitation, assessment, and employment programs and services in Richmond, Surrey (Newton), Surrey (Panorama), Vancouver, Coquitlam, Port Coquitlam, and Langley. Back in Motion has received recognition as an excellent workplace (Great Place to Work Institute Canada 2006-2008, including being named the #1 workplace in Canada in 2007; Psychologically Healthy Workplace Award 2009; Richmond News Profile of Excellence 2013; and as one of Canada’s Best Small and Medium Employers in Canada (Aon Hewitt 2015 & 2016). Their corporate culture is one of excellence, mutual respect, integrity, teamwork, and commitment to people. They are a growth-oriented company, and offer fl

"পাগল মনটা"

ভোলা মন, মন আমার.. আমার গানে গানে, হৃদয়পানে তোমার আসা যাওয়া। নিত্য নতূন ঝঞ্ঝাটে আজ তোমায় ফিরে পাওয়া। সত্য কিংবা স্বপ্ন আজ দুটো ই একাকার; মনের কোণে জোয়ার এলো তোমায় ভালোবাসার। এই একলা দেশে ঘুরে ফিরে, আমার পাগল মনটা। শিশির ভেজা পাতায় তোর রামধনুকের রংটা, মিশিয়ে দিত কত দুঃখ অতল হাসির জলে, রাতের পর রাত জেগে আজ হৃদয় গোলমেলে। ভোলা মন, মন আমার.. গানটা যে ছিলোনা গাইবার কখনো, মনের কোণে উড়ান দিত হাজার স্বপ্ন। আমার বাস্তবটা হারিয়ে যেত মিথ্যে ভুবনে, পাগলী!!! তোকে ভালোবাসলাম বিনে কারণে। মন আমার, মন আমার.. (উপরোক্ত গানের কথার মাধ্যমে আমি প্রেম, হাসি ও গানের মিশ্রনে বসন্তের আমেজটাকে তুলে ধরার চেষ্টা করেছি)

"বসন্ত"

বসন্ত মানে মেঘলা আকাশ, লাল না হয়ে নীল; বসন্ত মানে তোর দেওয়া সেই ছোট্ট রংপেন্সিল। বসন্ত মানে ফাগুন বিকেলে বৈরাগী হাসির দীপ্তি, বসন্ত মানে ছটফটানি, নতুন প্রাণের তৃপ্তি। বসন্ত মানে চিরটাকাল প্রতিবাদ করে যাওয়া, বসন্ত মানে প্রতিবাদ শেষে দমকা এক হাওয়া। বসন্ত মানে আকাশে বাতাসে গর্জে ওঠার হুঙ্কার, বসন্ত মানে গর্জন শেষে ম্লান আলোকের ঝঙ্কার। বসন্ত মানে তোমার প্রতি অন্তহীন এক চাউনি, বসন্ত মানে ঝড়ে বিধস্ত আমার হৃদয় ছাউনি। বসন্ত মানে স্থিত জলাশয়ে হঠাৎ এক তরঙ্গ, বসন্ত মানে অস্থির করে তোলা সপ্তসুর প্রসঙ্গ। বসন্ত মানে আবিরে আবিরে তুলকালাম এই মন, বসন্ত মানে জীবন-গিটারে সুর খোঁজা প্রানপণ। বসন্ত মানে হেলদোলহীন পাখির ঐকতান, বসন্ত মানে জোরকদমে মুষড়ে না পড়া গান। বসন্ত মানে হাতে হাত ধরে দিন বদলের ডাক, বসন্ত মানে নব দিগন্তের মিছিলে মিছিলে হাক। বসন্ত মানে ছড়িয়ে-ছিটিয়ে  প্রত্যয়ের এক আগুন। বসন্ত মানে ফাগুনের রঙে বিপ্লব মিশুক দ্বিগুণ। (কবিতাটিতে বসন্ত আমার জীবনে কি ছাপ রেখে যায় সেই নিয়েই লে খার চেষ্টা করেছি)

"স্টেশন চত্বর"

ভালো থাকার অভিমান, যাযাবরের বর্বর গান। অজানা কোন রক্তে স্নান। হাতছানি বটবৃক্ষের আর ভাঙা ফুটপাথ, পালাই কারাগার থেকে  স্টেশন চত্তরে। ফিরছি আমি, একলা আকাশ; অসহায়-গ্লানি, ব্রাত্য বাতাস। কাল-রাত্রি, অকৃত্রিম কান্নাভেজা গলা, তোমার আমার সীমাহীন চিৎকার। ভাঙা পাঁচিলের ডাক, শুনশান পথ-ঘাট, অশ্লীল গালি, অদ্ভুত যৌনতা। মনে পরে সেই সন্ধে হওয়া তেপান্তরের মাঠ? অনিকেত প্রান্তর আর আমার শহর। তুমি আমি আর সেই স্টেশন চত্তর।

"আমার দূর্গা"

জানিনা কেন আমার দূর্গা মুখ ফুটে কথা বলে না, জানিনা কেন আমার দূর্গা অন্ন-বস্ত্রে খেলে না৷ জানিনা কেন আমার দূর্গার নর্দমায় মেলে দেখা, জানিনা কেন আমার দূর্গার চোখে জলের রেখা৷ জানিনা কেন আমার দূর্গা 'নির্ভয়া' বলে খ্যাত, জানিনা কেন আমার দূর্গা মথুরায় রক্তস্নাত ৷ জানিনা কেন আমার দূর্গার শেকল গলায় রাখা, জানিনা কেন আমার দূর্গার কান্না মেখে থাকা৷ জানিনা কেন আমার দূর্গা 'সূর্যনেলী'র চিৎকার, জানিনা কেন আমার দূর্গা ফুলন দেবীর জোয়ার ৷ জানিনা কেন আমার দূর্গার রূপ হয়না 'নয়', জানিনা কেন আমার দূর্গার পতিতা পরিচয় ৷ জানিনা কেন আমার দূর্গা তীব্র দহনে ভরে, জানিনা কেন আমার দূর্গা দলিত হয়ে মরে ৷ জানিনা কেন আমার দূর্গার চির-নির্মম কায়া, জানিনা কেন আমার দূর্গার কেউ মাড়ায় না প্রতিচ্ছায়া ৷ জানিনা কেন আমার দূর্গা প্যান্ডেলে-প্যান্ডেলে থাকে না, জানিনা কেন আমার দূর্গা আলতা-সিঁদুর মাখে না৷ জানিনা কেন আমার দূর্গার ওরা নাম রেখেছে ডাইনি, জানিনা কেন আমার দূর্গার  পরাধীনতার চাউনি ৷ জানিনা কেন আমার দূর্গা মানে না কোনো ব্যারিকেড, জানিনা কেন আমার দূর্গা মুখ পেতে নেয় এসিড ৷ জানিন