"বসন্ত"
বসন্ত মানে মেঘলা আকাশ, লাল না হয়ে নীল;
বসন্ত মানে তোর দেওয়া সেই ছোট্ট রংপেন্সিল।
বসন্ত মানে ফাগুন বিকেলে বৈরাগী হাসির দীপ্তি,
বসন্ত মানে ছটফটানি, নতুন প্রাণের তৃপ্তি।
বসন্ত মানে চিরটাকাল প্রতিবাদ করে যাওয়া,
বসন্ত মানে প্রতিবাদ শেষে দমকা এক হাওয়া।
বসন্ত মানে আকাশে বাতাসে গর্জে ওঠার হুঙ্কার,
বসন্ত মানে গর্জন শেষে ম্লান আলোকের ঝঙ্কার।
বসন্ত মানে তোমার প্রতি অন্তহীন এক চাউনি,
বসন্ত মানে ঝড়ে বিধস্ত আমার হৃদয় ছাউনি।
বসন্ত মানে স্থিত জলাশয়ে হঠাৎ এক তরঙ্গ,
বসন্ত মানে অস্থির করে তোলা সপ্তসুর প্রসঙ্গ।
বসন্ত মানে আবিরে আবিরে তুলকালাম এই মন,
বসন্ত মানে জীবন-গিটারে সুর খোঁজা প্রানপণ।
বসন্ত মানে হেলদোলহীন পাখির ঐকতান,
বসন্ত মানে জোরকদমে মুষড়ে না পড়া গান।
বসন্ত মানে হাতে হাত ধরে দিন বদলের ডাক,
বসন্ত মানে নব দিগন্তের মিছিলে মিছিলে হাক।
বসন্ত মানে ছড়িয়ে-ছিটিয়ে প্রত্যয়ের এক আগুন।
বসন্ত মানে ফাগুনের রঙে বিপ্লব মিশুক দ্বিগুণ।
(কবিতাটিতে বসন্ত আমার জীবনে কি ছাপ রেখে যায় সেই নিয়েই লেখার চেষ্টা করেছি)
Lucky Club - Casino Site with Great Odds!
ReplyDeleteLucky Club is a new casino website for real money online players. The luckyclub.live casino features a large variety of games including roulette, blackjack,