"স্টেশন চত্বর"

ভালো থাকার অভিমান, যাযাবরের বর্বর গান।
অজানা কোন রক্তে স্নান।
হাতছানি বটবৃক্ষের আর ভাঙা ফুটপাথ,
পালাই কারাগার থেকে  স্টেশন চত্তরে।

ফিরছি আমি, একলা আকাশ;
অসহায়-গ্লানি, ব্রাত্য বাতাস।
কাল-রাত্রি, অকৃত্রিম কান্নাভেজা গলা,
তোমার আমার সীমাহীন চিৎকার।

ভাঙা পাঁচিলের ডাক, শুনশান পথ-ঘাট,
অশ্লীল গালি, অদ্ভুত যৌনতা।
মনে পরে সেই সন্ধে হওয়া তেপান্তরের মাঠ?
অনিকেত প্রান্তর আর আমার শহর।

তুমি আমি আর সেই স্টেশন চত্তর।

Comments

Popular posts from this blog

Back In Motion: Setting example as the best contriver of communication strategy in corporate world

Why "NETFLIX" is the ultimate content marketer?

"বসন্ত"