"স্টেশন চত্বর"
ভালো থাকার অভিমান, যাযাবরের বর্বর গান।
অজানা কোন রক্তে স্নান।
হাতছানি বটবৃক্ষের আর ভাঙা ফুটপাথ,
পালাই কারাগার থেকে স্টেশন চত্তরে।
ফিরছি আমি, একলা আকাশ;
অসহায়-গ্লানি, ব্রাত্য বাতাস।
কাল-রাত্রি, অকৃত্রিম কান্নাভেজা গলা,
তোমার আমার সীমাহীন চিৎকার।
ভাঙা পাঁচিলের ডাক, শুনশান পথ-ঘাট,
অশ্লীল গালি, অদ্ভুত যৌনতা।
মনে পরে সেই সন্ধে হওয়া তেপান্তরের মাঠ?
অনিকেত প্রান্তর আর আমার শহর।
তুমি আমি আর সেই স্টেশন চত্তর।
Comments
Post a Comment